রাইজআপ ল্যাবসের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

২০ জুন, ২০২৩ ১৩:২৯  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র (বিডিআরসি) সহযোগিতায় নিজ প্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানী রাইজআপ ল্যাবস। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ ও স্বেচ্ছায় রক্তদান করেন।

সোমবার (১৯শে জুন ২০৩) রাজধানী ঢাকায় অবস্থিত রাইজআপ ল্যাবসের প্রধান কার্যালয়ে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে কর্মসূচিটি পালনে উদ্যোগ নেয় কোম্পানীটির মানবসম্পদ বিভাগ। তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সুষ্ঠ ও সফলভাবে রক্তদান কর্মসূচি পালন করে।

স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা এবং জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই কর্মসূচির উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এই আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন রাইজআপ ল্যাবসের কর্মীরা।

এসময় রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হকও রক্তদান করেন। রক্তদানের পর তিনি বলেন, “আমরা আমাদের কর্মীদের জন্য অত্যন্ত গর্বিত, সমাজে অবদান রাখতে তারা স্বেচ্ছায় এই ক্যাম্পেইনে রক্তদানে এগিয়ে এসেছেন।

তিনি আরও বলেন, "অন্যের প্রয়োজনে সাহায্য করার জন্য তাদের নিঃস্বার্থ রক্তদান সত্যিই প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, রক্তের প্রতিটি বিন্দু জীবন বাঁচাতে এবং আমাদের সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।"

এই কর্মসূচির সফল বাস্তবায়ন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতি রাইজআপ ল্যাবসের প্রতিশ্রুতি পালন বলেও জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। তিনি বলেন, “এটি সমাজের কল্যাণে আমাদের অবদান রাখার প্রচেষ্টাকে তুলে ধরে। আমরা এমন একটি সমাজ তৈরি করতে চাই যেখানে সাধারণ মানুষের জন্য কল্যাণ এবং স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করা হয়।”

কর্মসূচি শেষে রাইজআপ ল্যাবস এতে অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।